ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গলাচিপায় বন্ধ হওয়ার উপক্রম প্রতিবন্ধীদের স্কুল

Ranisankailnews24
এপ্রিল ৫, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃনাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে প্রতিবন্ধীদের স্কুলগুলো। চরম অর্থনৈতিক সংকটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে শরৎ বিহারী সমন্বিত প্রতিবন্ধী স্কুল। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় স্কুলটি। ওই সময় থেকে এখন পর্যন্ত ব্যক্তিগত অনুদানের টাকায় স্কুলটি পরিচালিত হয়ে আসছে। নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীবৃন্দ সরকারি বেতনের আশায় বছরের পর বছর বিদ্যালয়ে শ্রম দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন পরেও সরকারি কোন সুযোগ সুবিধার ব্যবস্থা না হওয়ায় চরম অর্থনৈতিক সংকটে পরেছেন শিক্ষক কর্মচারীবৃন্দ। কেউ অন্যের দোকানে কাজ করে কেউবা আবার কৃষি কাজ করে কোন রকম জীবন যাপন করছেন। এর জন্য বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। স্কুলটি বন্ধ হয়ে গেলে প্রায় ২ শত প্রতিবন্ধী শিশুর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে। অতি দ্রুত বিদ্যালয়টিকে সরকারি সুযোগ সুবিধা দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন প্রতিবন্ধী শিশুদের অভিভাবক বৃন্দ। যাতে তাদের প্রতিবন্ধী শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। তারাও যেন আর দশটা সাধারণ শিশুর মত পেতে পারে জ্ঞানের আলো। তাই তো এই বিদ্যালয়ের জন্য দরকার জরুরী ভিত্তিতে সরকারি অনুদান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।