ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা

জাতীয় পর্যায়ে প্রতিভা অন্বেষন প্রতিযোগিতায় দিনাজপুর অঞ্চলের সাফল্য অর্জন

Ranisankailnews24
অক্টোবর ১৮, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোজাম্মেল হকঃ বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে জাতীয় প্রতিভা অন্বেষন প্রতিযোগিতা সম্প্রতি জাতীয় স্কাউট ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটসের ১৩ টি অঞ্চল থেকে প্রতিটি বিষয়ে প্রথম স্থান অর্জনকারীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজক কর্তৃপক্ষ ১৬ অক্টোবর ২০২২ তারিখ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে। এতে কাব ও স্কাউট শাখায় মোট ১০টি বিষয়ের মধ্যে রংপুর বিভাগের জেলাসমূহ নিয়ে গঠিত দিনাজপুর অঞ্চলের প্রতিযোগিরা ৪টিতেই প্রথম স্থান অর্জন করে এবং ১টিতে দ্বিতীয় ও ১টিতে তৃতীয় স্থান অর্জনসহ ৬টি বিষয়ে সাফল্য অর্জন করে। প্রতিযোগিতায় লালমনিরহাট জেলার কাব স্কাউট ফাবিহা আজম শিন কেরাতে প্রথম, পঞ্চগড় জেলার কাব স্কাউট আফিয়া ইবনাত ইলা কবিতা আবৃত্তিতে প্রথম, নীলফামারী জেলার কাব স্কাউট জুই রানী নৃত্যে প্রথম, একই জেলার স্কাউট নির্ঝর রায় তীব্র যন্ত্রসঙ্গীতে প্রথম, ঠাকুরগাঁও জেলার কাব স্কাউট সন্ধ্যা রানী রায় সংগীতে দ্বিতীয় এবং নৃত্য দিনাজপুর জেলার স্কাউট আফরিন আকতার স্বর্ণ তৃতীয় স্থান অর্জন করে। এ বিষয়ে দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক বলেন,” স্কাউট আন্দোলন একটি যুগোপযোগী আন্দোলন, যার মাধ্যমে দেশের শিশু কিশোর বয়সীদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, আধ্যাত্মিক ও আবেগীয় দিকের বিকাশ সাধনে ভূমিকা রেখে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়াস নেয়া হয়। এ আন্দোলনে স্কাউট প্রোগ্রাম বাস্তবায়নসহ এধরনের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়া হয়”। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাব, স্কাউট ও রোভারদের শুভেচ্ছা জানিয়ে তিনি বিজয়ীদের অভিনন্দন জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।