ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা

ঠাকুরগাঁও-৩ আসনে শেষ দিনে ৬ প্রার্থীর মনোনয়ন জমা

Ranisankailnews24
ডিসেম্বর ২, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে শেষ দিনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ৩০ নভেম্বর বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা শাহরিয়ার নজিরের নিকট মোট ৫ জন প্রার্থী তাদের স্ব স্ব মনোনয়ন পত্র জমা করেন। এদের মধ্যে আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক|জাতীয় পার্টির মনোনিত প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান এমপি হাফিজউদ্দিন আহম্মেদ,ওয়ার্কার্স পার্টির মনোনিত এমপি প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, বিকল্প ধারা বাংলাদেশ এমপি প্রার্থী এস এম খলিলুর রহমান, ন্যানাল পিপলস পার্টির চেয়ারম্যান ও এমপি প্রার্থী শেখ সালাউদ্দিনের পক্ষে মনোনয়ন পত্র জমা করেন সাফি আল আসাদ।এ সময় প্রতিটি প্রার্থী তাদের নিজ নিজ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা করেন। অপরদিকে একইদিনে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা রকিবুল হাসান এর নিকট মনোনয়ন পত্র জমা করেন, স্বতন্ত্র এমপি প্রার্থী মোছা. আশা মনি।এ আসনটিতে দুইটি উপজেলায় ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌর সভায় মোট ৩ লক্ষ ৪৪ হাজার ৩ শত ৫৪ জন ভোটার রয়েছে। সিইসির তথ্যমতে আগামী ৭ জানুয়ারি ২০২৪ খ্রি. রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।