ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা

বিভিন্ন সামাজিক সুযোগ – সুবিধা দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

Ranisankailnews24
ডিসেম্বর ৩, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:  বিভিন্ন সামাজিক সুযোগ – সুবিধা দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক মাহমুদ হাসান শান্ত’ ওর সহযোগীর ‘দৃষ্টান্তমুলক শাস্তি ও টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবীতে ভুক্তভোগীদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ।

ভুক্তভোগী অসহায় দরিদ্র পরিবারসমুহের উদ্যাোগে আজ বেলা ১২ টায় গাইবান্ধায় ১ নং রেলগেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ভুক্তভোগী এজেনুর খাতুন এর সভাপতিত্বে।বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, নারীমুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী,রাহেলা সিদ্দিকাসহ ভুক্তভোগী চায়না, মিজানুর রহমান, আব্দুল জলিল, রিক্তা প্রমুখ ।

বক্তাগন বলেন মাহমুদ হাসান শান্ত পিতা ডাঃ হারেজ, যুগিপাড়া দারিয়াপুর, গাইবান্ধা, এবং তার সহযোগী এল, এল, সি সংস্থার নামে সামাজিক ভাবে বিভিন্ন ধরনের সুযোগ- সুবিধা, চাকুরী, ঘর দেওয়ার কথা বলে গরীব অসহায় দরিদ্র মানুষের কাছ থেকে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এসব গরীব মানুষরা মহাজনি ঋন, এনজিও থেকে ঋন নিয়ে টাকা দিয়েছে।ফলে এসব ঋন শোধ করতে না পেরে তারা সামাজিকভাবে হেনস্থা,অপমান,আর্থিক,মানষিক ও শারীরিকভাবে বিপর্যস্তের শিকার হচ্ছে। এখন পর্যন্ত প্রতারকদের বিচারের আওতায় নেওয়া হয়নি।এরকোন বিচার নেই ।ফলে সবর্ত্রই চলছে লুটপাটের রাজত্ব। এসবের বিরুদ্ধে গন আন্দোলন গড়ে তোলার জন্য সামাজিকভাবে সচেতন প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সেই সাথেই অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মাহমুদ হাসান শান্ত ও তার সহযোগী প্রতারককে গ্রেফতার -দৃষ্টান্তমূলক শাস্তি সহ টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানান।শেষে ভুক্তভোগীদের পক্ষে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।