ঢাকাবুধবার , ১০ এপ্রিল ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রানীশংকৈলে বিজিবি’র উদ্যোগে দুস্থ,গরিব,অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ

Ranisankailnews24
এপ্রিল ১০, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৭ই এপ্রিল ২০২৪ বিজিবি’র(বর্ডারগার্ড বাংলাদেশ) উদ্যোগে দুইশত ২৫ জন দুস্থ গরীব ও অসহায় নারী-পুরুষের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করা হয়।এ উপলক্ষে এদিন বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস মাঠে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন ও ঠাকুরগাঁও সেক্টর দপ্তর এর ব্যবস্থাপনায় এসব ইফতার ও খাবার বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল তানজীর আহম্মদ, ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক(অপস)মেজর মোঃরিয়াদুল ইসলাম,পিএসসি ও ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (লজিস্টিক) এডি মোহাম্মদ জামালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। এর আগে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যারা অবৈধ পথে রাতের বেলা সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যেতে চায়, তাদেরকে সচেতন করে ভুল পথ থেকে সঠিক পথে আনতে আমাদের সহায়তা করুন। সেইসাথে তিনি অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম,চৌরাচালান এসব বন্ধে বিজিবি’র সদস্যদের সহযোগিতার আহ্বান জানান। বিজিবি’র এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। একইসাথে এসব উন্নত মানের ইফতার সামগ্রী ও একবেলা রাতের খাবার পেয়ে উপকারভোগীরা বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।