ঢাকাশুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হরিপুরে কমেছে গম চাষ

Ranisankailnews24
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজুল ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের উওর অঞ্চল ঠাকুরগাঁও জেলা গম, ভুট্টা চাষে বিখ্যাত। ৭ টি উপজেলার ন্যায় হরিপুর উপজেলায় এবছর কমেছে গমের আবাদ, কৃষক কম খরচে অতিরিক্ত লাভের পরিবর্তে সল্প সময়ে ঝুকছে ভুট্টা চাষে। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তথ্য মতে গত ৬বছরের গম চাষ হিসাব বিশ্লেষণ করলে অনুমান করা যায় গম চাষ প্রায় বিলুপ্তির পর্যায়ে। ২০১৬-১৭চাষ মৌসুমে জেলাতে গম চাষ হয়েছিল ৬৭ হাজার ৮২০হেক্টর জমিতে ২০১৭-১৮ চাষ মৌসুমে ৬১হাজার হেক্টর ২০১৮-১৯চাষ মৌসুমে ৫০হাজার ২২০হেক্টর২০১৯-২০২০চাষ মৌসুমে ৫০হাজার৬৫০হেক্টর২০২০-২১চাষ মৌসুমে ৪৭হাজার৪৫০হেক্টর২০২১-২২চাষ মৌসুমে ৪৫হাজার১৯২হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। সর্বশেষ ২০২২-২৩ চাষ মৌসুমে তা আর ও কমেছে। এবছর গম চাষ হয়েছে ৩১হাজার ১৫০ হেক্টর জমিতে। তবে চলতি বছর গম চাষ মৌসুমে জেলাতে ৪৪হাজার ৬৯৯হেক্টর জমিতে গম চাষের লক্ষ মাত্রা ধরেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কেন গম চাষে মুখ ফিরিয়ে নিচ্ছে কৃষক, এমন প্রশ্নে বিমুখ কৃষকদের সাথে কথা হলে তারা জানান, গম চাষের তুলনায় ভুট্টা ও আলু চাষ সবচেয়ে বেশি লাভ জনক । কারণ জানতে চাইলে স্হানীয় কৃষক মতালেব হোসেন জানান, গম চাষের তুলনায় ভুট্টা ও আলু চাষ সবচেয়ে বেশি লাভ জনক, খরচ ও তেমন বেশি নয়, গম বিঘা প্রতি ১০-১২ মণ হতে পারে কিন্তু অপরদিকে ভুট্টা চাষে বিঘা প্রতি৪০-৪৫মণ উৎপাদন হয়। গবাদি পশু পাখি মানুষের খাদ্যের চাহিদা বেশি হওয়ায় গমের আবাদের চেয়ে ভুট্টা ওআলু চাষে ঝুকছে কৃষক। কৃষক জয়নুল হক জানান যেসব জমি আগে গমে ভরে থাকতো সেসব জমিতে এখন ভুট্টা সহ অন্যান্য ফসল ফলাচ্ছে কৃষক। আমি ও এবছর ১বিঘা জমিতে গম চাষ করেছি বীজের দাম একটু বেশি হওয়ায় এবছর বীজ কিনতে ভোগান্তিতে পড়েছি তাতে আগামী বছর গম চাষে আরও কৃষকের আগ্রহ হারাবে। কৃষি অফিসের গম চাষের লক্ষ্য মাত্রা অনুযায়ী বীজের চাহিদা হেক্টর প্রতি ১২০কেজি হলে ৫হাজার ৩৬৪টন বীজ,যা চাহিদার তুলনায় অনেক কম অপর পক্ষে গম চাষ ধীরে ধীরে কমে যাওয়ায় খাদ্য ও পণ্যের মূল্য বৃদ্ধির শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। তারা মনে করেন এভাবে গমের চাষ কমে গেলে দেশকে গম আমদানি নির্ভর হতে হবে, ফলে খাদ্য চাহিদার দাম তুলনা মুলক ভাবে বেড়ে যাবে তাই আমাদের উচিত গম চাষে কৃষকদের উৎসাহ প্রদান দিক নির্দেশণা ওপরামর্শ প্রদাণ করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।