ঢাকাবুধবার , ২৯ মে ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় মাদ্রাসার ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Ranisankailnews24
মে ২৯, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর।রংপুরের পীরগাছায় মোহসিনা খাতুন টুম্পা (১৪) নামে নবম শ্রেণির এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের কাশিম মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহসিনা খাতুন টুম্পা ওই গ্রামের আল আমিনের মেয়ে।জানা যায়, টুম্পা স্থানীয় পাওটানাহাট ফাজিল মাদরাসায় নবম শ্রেণিতে পড়ত। শিশুকালে তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। বাবা-মা দু’জনেই পরে বিয়ে করেছেন। টুম্পা তার দাদা-দাদির কাছে বড় হচ্ছিল। তার বাবা দ্বিতীয় স্ত্রীসহ জীবিকার তাগিদে ঢাকায় থাকেন।টুম্পার দাদি রাহিমা বেগম বলেন, আমার নাতনি কিছুদিন ধরে মাথাব্যথা ও পেট ব্যথায় ভুগছিল। ঘটনার দিন সন্ধ্যার আগে টুম্পা আমার কাছে মাথায় তেল দিয়ে নিয়েছে। তেল দেওয়ার পর নাতনি আমাকে বলে আমি ঘুমাব, আমাকে ডাকিস না। আমি মাগরিবের নামাজ পড়ে ঘরে গিয়ে দেখি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। টুম্পার দাদা-দাদি তাদের নাতনি অসুস্থতার কারণে আত্মহত্যা করে থাকতে পারে মনে করলেও এ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তারা বলছেন, টুম্পার আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহ পর্যবেক্ষণ করেছি। নারী পুলিশ ও স্থানীয় নারীদের সহায়তায় শালীনতার সঙ্গে মৃতদেহের সুরতহাল প্রস্তুত করেছি। আলামত জব্দ করেছি। সার্বিক বিষয়ে তদন্ত করেছি। মৃত্যুর বিষয়টি সুনিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য হেফাজতে নিয়েছি। ময়নাতদন্তপূর্বক পাশাপাশি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত অপমৃত্যুর মামলা নিয়ে ময়নাতদন্ত করবে। ময়নাতদন্তের পর অন্যকোনো বিষয় এর পেছনে আছে কি না তা খতিয়ে দেখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।