ঢাকাশনিবার , ৪ নভেম্বর ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

Ranisankailnews24
নভেম্বর ৪, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টারঃ এসো হে নবীন ভালোবাসার সাজে,সাত রঙা রামধনুর উজ্জ্বল দৃষ্টান্তে।এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর ২৩) সকাল ৯.৩০ মিনিটে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন।

প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরে। তারা বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান বক্তারা। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান
পিএসসি-উপদেষ্টা বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর এবং অতিরিক্ত মহা পরিচালক ও রিজিয়ন কমান্ডার, বিজিবি রিজিয়ন সদর দপ্তর রংপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্নেল মোঃ ইয়াছির জাহান হোসেন পিএসসি সভাপতি পরিচালনা পর্ষদ এবং উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার।
আর ও উপস্থিত ছিলেন,শিক্ষক কামরুন্নাহার লিপি,রেজিনা বেগম,অর্পিতা নাগ,সঞ্চিতা রায়সহ অন্যান্য শিক্ষক অভিভাবক,কলেজ শিক্ষার্থীরা।##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।