ঢাকাসোমবার , ২৭ মে ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রানীশংকৈলে দূই শিক্ষকের চাকুরী অবসর জনিত বিদায় অনুষ্ঠান

Ranisankailnews24
মে ২৭, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

 

রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাগড় দাখিল মাদ্রাসার দুই গুনি শিক্ষককের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। ২৭ মে ২০২৪ রোজ সোমবার দুপুরে বিদ্যালয় ক্লাস রুমে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। বিদায়ী শিক্ষকরা হলেন সহকারী শিক্ষক মোঃ জাহিরুল ইসলাম ও সহকারী মৌলভী শিক্ষক আলী আজগর কাদেরী। জাহিরুল ইসলাম ১২ ফেব্রুয়ারি ১৯৯৭ সালে বাংলাগড় দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন তার শেষ কর্মদিবস ছিল ১৯ ডিসেম্বর ২০২৩ এবং আলী আজগর কাদেরী ১ লা জানুয়ারি ১৯৮৭ সালে একই প্রতিষ্ঠানে সহকারী মৌলভী শিক্ষক হিসেবে যোগদান করেন তার শেষ কর্মদিবস ছিল ২১ মার্চ ২০২৪ সাল। বাংলাগড় দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আজিজুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় অবসরজনিত বিদায়ী শিক্ষকগণ তাদের কর্মজীবনের বিভিন্ন দিক উল্লেখ করে রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ বাংলাগড় দাখিল মাদ্রাসার সুনাম ধরে রাখতে সকল শিক্ষক/শিক্ষিকাকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে সুপারিনটেনডেন্ট আজিজুর রহমান বলেন, মাদ্রাসা জীবনের দুই বন্ধুকে আমার হাত দিয়ে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিতে কষ্ট হলেও মেনে নেয়া ছাড়া কিছুই করার নেই। একদিন চাকুরী জীবন শুরু করেছি শেষ তো হবেই। একে একে আমাদের সবাইকে প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হবে। পরে অবসর জনিত বিদায়ী শিক্ষক ও মাদ্রাসায় কর্মরত প্রয়াত শিক্ষক আব্দুর রহমান,খোরশেদ আলী ও কর্মচারী খোরশেদ আলী,হাসান আলী এদের স্বরনে দোয়া ও মোনাজাত করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।