ঢাকাসোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের শীর্ষ সন্ত্রাসী আমিনুল খান এখন কোথায়

Ranisankailnews24
সেপ্টেম্বর ২, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

এস আর শরিফুল ইসলাম রতন লালমনিরহাট:লালমনিরহাটের শীর্ষ সন্ত্রাসী ও খুনি আমিনুল খান এখন কোথায়? লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন এর কুখ্যাত সন্ত্রাসী, মাদক সম্রাট, চোরাকারবারী, গরু চোরের লিডার খুনি আমিনুল খান এখন কোথায় সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নএর সাধারণ জনগনের আতংকের নাম ছিল আমিনুল খান, দুইটি ইউনিয়নের এমন কোন অপকর্ম নেই যে আমিনুল খান করেন নি। আমিনুল খানের নেতৃত্বে ছিল একাধিক দলীয় ও সন্ত্রাসী ক্যাডার। এই সন্ত্রাসী বাহিনীদের কে দিয়ে সব অপকর্ম চালাতেন আওয়ামীলীগ সরকারের ১৬ বছর শাষন আমলে আমিনুল খান দুইটি ইউনিয়নের একক রাজত্ব কায়েম করেছে এমন কি লালমনিরহাট শহরের প্রতিটি সন্ত্রাসী হামলায় আমিনুল খান বাহিনির ক্যাডার রা মারাত্বক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে শহরের প্রবেশ করে বিএনপি অফিস ভাংচুর সহ বিএনটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ লুটপাট করতেন। এই আমিনুল খানের, দুইটি ইউনিয়নে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেতনা। উল্লেখ্য যে, গত ২৭শে জুন মহেন্দ্রনগর বাফার গোডাউনের আদিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে নিজ দলীয় মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ফকরুল ইসলাম বুলেট কে মোবাইল ফোনে ডেকে নিয়ে সন্ধার পরে খান মার্কেটে একটি পরিত্যাক্ত জায়গায় নিয়ে গিয়ে শ্রমিক নেতা বুলেট কে একটি বেঞ্চের উপর হাত ও পা বেধে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পা টুকরা টুকরা করে জবাই করে, ঐ ঘটনায় খানের সঙ্গে আরো ছিল তৎকালিন শ্রমিকলীগ নেতা কালা জাহাঙ্গীর খানের শ্যালক মিলন, ক্যাডার আপেল খান সহ আরো অনেক অপরিচিত সন্ত্রাসী উক্ত শ্রমিকলীগ নেতা বুলেট হত্যার অভিযোগে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন যাহার মামলা নং ৪৯, তারিখ ২৮/০৬/২০১৫ইং মামলা দায়ের করার পরও যখন পুলিশ খুনি আমিনুল খানকে গ্রেফতার করছে না তখন নিহত বুলেটের মা ফরিদা বেগম নিহতের বাবা এনামুল হক মাস্টার বোন ইনসানা বেগম লেন্সি স্থানীয় আ’লীগ নেতা ডাক্তার হাবিবুর রহমান গোলাম ফারুক, ফরহাদ সহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মী উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন নিহত শ্রমিকলীগের নেতা বুলেটের স্ত্রী নুসরাত জাহান ঝুমা বলেন সন্ত্রাসী আমিনুল খান গ্রামে বুলেট হত্যা সহ অর্ধডজন, অপহরন হত্যা, চাঁদাবাজির মামলা রয়েছে। আমিনুল খানের চাঁদা বাজি ও সস্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে স্থানীয় আওয়ামীলীগ নেতারা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে অবগত করলে তিনি খানের বিরুদ্ধে কোন প্রকার দলীয় ব্যবস্থা গ্রহণ না করে বরং খানকে এমন অপকর্ম করার প্রশয় দিয়েছে এরপর গত ২০২৩ সালের ২৯ অক্টোবর বিএনপি ও জামায়াতের হরতাল ও আওয়ামীলীগের শান্তি সমাবেশ কে কেন্দ্র করে লালমনিরহাটের মহেন্দ্রনগরে দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয় শ্রমিকলীগ নেতা কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর ওরফে ন্যাংড়া জাহাঙ্গীর ওরফে কালা জাহাঙ্গীর সহ অনেকে আহত হন। পরে গুরুতর অবস্থায় জাহাঙ্গীর রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এ ঘটনায় তিনদিন পর ১লা নভেম্বর বিকালে লালমনিরহাট জেলায় বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিদ মন্ডল সহ ৮১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ শতাধিক লোককে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আর এই হত্যা মামলা দায়ের করা আর আমিনুল খানের রাজত্ব শুরু হয় মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নে। ভারা নেন আজাদ জুট মিল, আর সেই জুট মিলকে তৈরি করে আমিনুল খান একটি টর্চার সেল আর বেপরোয়া হয়ে ওঠেন খুনি আমিনুল খান। একের পর এক তুলে নিয়ে যায় বিএনপি নেতা কর্মীসহ সাধারণ জনগণকে টর্চার সেলে জিম্মি করে শুরু করেন শারীরিক নির্যাতন, জিম্মি করে নেওয়া হয় লাখ লাখ টাকা কারো বাড়ী থেকে বের করে নিয়ে আসা হয় গরু, ছাগল, ধান, পাট ইত্যাদি। মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিদ মন্ডলের বাড়ীতে চালায় লুটপাট, অগ্নিসংযোগ, মজিদ মন্ডলের পোল্ট্রি ফার্ম থেকে লুট করে নেয় কয়েক লাখ টাকার মুরগি, প্রায় ১৫ লক্ষ টাকার পুকুরের মাছ এর পর ও থেমে থাকেনি খুনি আমিনুল খান প্রথমে হারাটি ইউনিয়ন বিএনপি অফিস ভাংচুর ও লুটপাট করে হারাটী ইউনিয়ন বিএনপি অফিস অগ্নিসংযোগ এমন কি এই আমিনুল খান দুইটি বিএনপি অফিসের ইট, টিন সব খুলে নিয়ে যায়। উক্ত আমিনুল খান। আর নিজে তৈরি করেন তিস্তা কোল্ড স্টোরের সামনে আলীশান বাড়ী যে বাড়ীটি মানুষের চোখে পরার মতো একজন গরু ছিনতাইকারী ও পাতি নেতা জেলা আওয়ামীলীগের আর্শিবাদপুষ্ট হয়ে গত ১৫ বছরে হয়ে যান কয়েক কোটি টাকার মালিক কিনে ফেলেন নিজের নামে বেনামে কয়েক বিঘা সম্পত্তি। ৫ আগষ্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার দায়ে আমিনুল খানের বিরুদ্ধে ৩টি হত্যা মামলা দায়ের হয়। তাই অবিলম্বে এই খুনি আমিনুল খানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার জোর দাবী জানিয়েছেন মহেন্দ্রনগর ও হারাটি ইউয়িন বাসীসহ লালমনিরহাট জেলা বাসি। পরবর্তীতে আমিনুল খানের কুকর্মের সংবাদ দ্বিতীয় পর্ব হিসাবে প্রকাশিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।