ঢাকাশুক্রবার , ২১ অক্টোবর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ভারতীয় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত

Ranisankailnews24
অক্টোবর ২১, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

এস,আর শরিফুল ইসলাম রতন,লালমনিরহাটঃ লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী আহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার পরে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত ওই দুই বাংলাদেশীর নাম সুজন মিয়া ও আব্দুল মজিদ। সীমান্তবর্তী লোকজন জানান, ওই সীমান্তে ৯৮৮ নং সীমান্ত পিলারের ১ নং সাব পিলার দিয়ে চোরাচালানের চেষ্টা করে বাংলাদেশী ও ভারতীয় চোরাচালানকারীরা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে পার্শ্ববতী গ্রামের সুজন মিয়া ও আব্দুল মজিদ নামে দুই বাংলাদেশী গুলিবিদ্ধ হয়। পরে তার সঙ্গীরা তাদের উদ্ধার করে রংপুরে নিয়ে যায়। একটি সুত্রে মতে, আইনী জটিলতার কারণে তারা রংপুরের একটি বে-সরকারী হাসপাতালে গোপনে চিকিৎসা গ্রহন করছেন।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, তিনি বিষয়টি জানেন না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।