ঢাকারবিবার , ৫ মার্চ ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু

Ranisankailnews24
মার্চ ৫, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর, রংপুরঃ বই পড়ার অভ্যাস ও জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষিত-সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে রংপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে।

রবিবার (৫ মার্চ) সকালে পাবলিক লাইব্রেরী মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, লেখক, সংগঠক ডাঃ মফিজুল ইসলাম মান্টু, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা ও রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম রংপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহবুর রহমান হাবু, চিকিৎসক ও লেখক ডাঃ মফিজুল ইসলাম মান্টু ।
মেলায় ৩১টি স্টলে জেলার বিভিন্ন প্রকাশনী ও লাইব্রেরী নানা বইয়ের সমাহার ঘটিয়েছে। দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিদিন মেলা চালু থাকবে। এছাড়া বইমেলাকে ঘিরে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, চিত্রাংঙ্কন, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোতিা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।