ঢাকাশনিবার , ১১ মার্চ ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় প্রাথমিক বিদ্যালয়ে নবাগত শিক্ষকদের সংবর্ধনা

Ranisankailnews24
মার্চ ১১, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

আলমগীর হোসেন বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, প্রতিটি শিশুর মান সম্মত শিক্ষা নিশ্চিত হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দ্বারা। পিতা-মাতা সন্তান জন্ম দিলেও লেখাপড়া সহ বিভিন্ন শিক্ষা গ্রহণ করে শিক্ষকের নিকট। প্রতিটি শিক্ষার্থীকে সন্তান মনে করে পাঠদান করাতে হবে। আধুনিক সমাজ ব্যবস্থায় না শুধু পৃথিবী সৃষ্টির পর থেকে শিক্ষকদের মর্যাদা অনেক উপরে। জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।তিনি আরো বলেন, উন্নত বিশ্বে মেধাবীদের প্রাথমিকে নিয়োগ দেয়া হয়। কারণ মেধাবী দ্বারাই মেধাবী তৈরি হবে। প্রাথমিক বিদ্যালয় হচ্ছে শিক্ষা জীবনের প্রথম স্তর। এই স্তরে ভালো শিক্ষা গ্রহণ করতে পারলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন সমস্যায় পড়তে হবে না শিক্ষার্থীদের। আওয়ামী লীগের সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। সারাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করেছে। নতুন নতুন শিক্ষকরা যেন ভালো ভাবে শিক্ষার্থীদের প্রতি যতœবান হয় যে ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়। শুধু অন্যের সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেই হবে না। নিজেদের সন্তানকেও প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করাতে হবে। শিক্ষকদের প্রতি কেউ যেন নেতিবাচক ভূমিকা পোষণ করতে না পারে সে জন্য ভালো ভাবে পাঠদান করাতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভালো মতো ক্লাশ নিলে দেশে কোন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতো না। সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ বৃত্তির ব্যবস্থা চালু করেছে। বিনামূল্যে বই দেয়া হচ্ছে। শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছে। তাই প্রতিটি শিক্ষার্থী যেন ভালো মতো শিক্ষা গ্রহণ করতে পারে সে বিষয়ে খেয়াল করতে হবে। শনিবার উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বাগমারা উপজেলা শাখার আয়োজনে নবাগত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন তিনি।বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বাগমারা উপজেলা শাখার সভাপতি ওসমান গনির সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবর আলী, নবাগত শিক্ষক বোরহান উদ্দীন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউআরসি ইন্সট্রাক্টর শাহাদৎ হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী, শ্রীপুর ইউনিয়ণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জয়ন্ত কুমার, সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১২৭ জন নবাগত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বাগমারা উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।