ঢাকাসোমবার , ৩ এপ্রিল ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে দলিল লেখক সমিতির দু’গ্রুপের মধ্যে মারামারি: আহত ২

Ranisankailnews24
এপ্রিল ৩, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

সন্তোষ কুমার সাহা , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ– নওগাঁ ধামইরহাটে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে এ মারামারি হয়। আহতরা হলেন-ধামইরহাট দলিল লেখক সমিতির সদস্য কামরুজ্জামান (সাদ্দাম) ও মুক্তার হোসেন। কামরুজ্জামান আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। মুক্তার হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন। এ ঘটনায় সাব-রেজিস্ট্রার আঃ সালামের সঙ্গে কথা হলে তিনি জানান, উর্ধতন কর্মকর্তার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবোনা। সুত্রে জানা যায়, সোমবার ৩ এপ্রিল দলিল লেখক কামরুজ্জামান ও মুক্তার হোসেন সরকার কর্তৃক নির্ধারিত ফি দিয়ে কবলা দলিল করতে গেলে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না চাইলে সভাপতি আঃ গফুর ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের নেতৃত্বে সদস্য ছাইফুল ইসলাম, সাফি,জিয়াউর রহমানসহ আরো অনেকে কামরুজ্জামান ও মুক্তার কে দলিল লেখক সমিতির কক্ষে নিয়ে গিয়ে সন্ত্রাসী কায়দায় লোহার রড, লাঠি দিয়ে উপর্যুপরি মার-ধর করে বলে প্রত্যক্ষদর্শি দলিল লেখক আনোয়ার হোসেন জানান। আনোয়ার হোসেন আরো জানান, আমরা এ ব্যাপারে সাব-রেজিস্টার্ড আঃ সালাম এর সঙ্গে কথা বলেছি কোন সুরহা পাইনি ফলে আইনগত ব্যবস্থা নিব। এ ব্যাপারে সভাপতি আঃ গফুরের সঙ্গে কথা হলে তিনি বলেন এ ঘটনার কিছুই আমি জানি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।