ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঈদের কাজ এবং মুভির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে সুরাইয়া আফরিন উপমা

Ranisankailnews24
এপ্রিল ৯, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক :- এবার ঈদে বাংলাদেশ টেলিভিশন বিশেষ নাটক পান্তা ভাতে ঘি

রচনা ও পরচালনায় এস এ হক অলিক
দেখতে পাবেন খুব মজার একটি নাটক
I LoVE YoU নাটকটি প্রচারিত হবে মাই টিভিতে
নাটকটির রচনা নাজ নাজমা চিত্রনাট্য ও পরিচালনা মিজানুর রহমান রাহুল নাটকটি আপনারা বেসরকারি টেলিভিশনে দেখতে পাবেন।

এই বছরই আমার মুভি রিলিজ হচ্ছে মুভির নাম “মেঘনা কন্যা ”
ফুয়াদ চৌধুরীর এখানে আমার খুশি চরিত্র মুভির কাজ চলছে তাই সব মিলিয়েই ব্যস্ত সময়।।

আমার শুরু বাংলাদেশ টেলিভিশনে আবৃত্তি দিয়ে
যেহেতু আমি আবৃত্তি ও উপস্থাপনা চার বছরের কোর্স কমপ্লিট করেছি বাংলাদেশ শিশু একাডেমী থেকে এজন্য বিভিন্ন চ্যানেলে উপস্থাপনা এবং আবৃত্তি দিয়েই সময় কাটে এর পাশাপাশি বিভিন্ন নাটক করা হচ্ছে সরকারি ও বেসরকারি টেলিভিশনে।

পেইজ বা ইউটিউবের কাজ আপাতত করছি না তবে আমার কাজগুলো টিভিতে যাওয়ার পর ইউটিভ চ্যানেলে যাচ্ছে । সরাসরি ইউটিউবের কোন কাজ করছি না।

মিউজিক ভিডিও করছি না তার কারণ হচ্ছে আমি যে ধরনের মিউজিক ভিডিও করতে চাই ওই ধরনের পাচ্ছি না যদি পাই অবশ্যই করবো।

আর আমি এখনো ছোট ক্লাস নাইনে পড়ি।
আমার বয়স এবং সময়ের সাথে যদি মিল থাকে অবশ্যই সেই কাজগুলো করব আমার ইচ্ছা কম কাজ করবো কিন্তু ভালো মানের কাজ করব।

ইচ্ছা ছিল সাইন্স নিয়ে পড়াশোনা করব কিন্তু মিডিয়াতে যেহেতু আছি অভিনয়টাকে ভালোবেসে ফেলেছি ভবিষ্যতে অভিনয় নিয়ে ভালো কিছু করতে চাই এজন্য আর কি পড়াশোনা করছি। সাবজেক্ট নিলেই হলো না ভালো রেজাল্ট তো করতে হবে।।
আর্টসে পড়ার একটা সুবিধা আছে আমি সব সাবজেক্টগুলোই পাচ্ছি তো ভবিষ্যতে দেখা যাবে এখান থেকে যেকোনো এক চিনে আমি অনার্স করতে পারবো।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমি থিয়েটার আছি থিয়েটার নাম হচ্ছে পিপলস লিটেল থিয়েটার।।
নাচ এবং আবৃত্তি দুটোই ভালো লাগে।।
আমি মনেকরি শিখে রাখলে সব কিছুই কাজে লাগে।
তবে সবার আগে শেকড় শক্ত করতে হবে। তাড়াহুড়া কিছু নেই আমি এখন অনেক ছোট আমি আস্তে আস্তে এগোতে চাই।

ভালো লাগে গল্পের বই পড়া রবীন্দ্র সংগীত সোনা।।
আমার ভালো লাগে তিশা মেম এর অভিনয়, জয়া আহসান, শাওন ম্যাম অভিনয়।
আসলে প্রতিটি চরিত্র নিজের মধ্যে ফুটিয়ে তুললেই ভালো অভিনয় শিল্পী হওয়া যায়।
ভালো শিল্পী মানে নায়িকা না।

সবাই নায়িকা হতে চায় আমিও নায়িকা হতে পারলে নিজেকে ধন্য মনে করব তবে ভালো অভিনয় করতে চাই সেটা নায়িকা হওয়ার জন্য না ভালো আর্টিস্ট হওয়ার জন্য।।

পরিশেষে এটাই বলবো বছরে যদি একটি কাজও করি সেটা যেন হয় হাজার কাজের চেয়ে উত্তম।।
কম কথা বলি তার মানে না যে আমি বুঝি না তবে, সব যায়গায় কথা না বলাই ভালো এটা ভেবেই কথা কম বলি আর আমি বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করি।।
দর্শকদের কাছে এটাই চাওয়া দোয়া করবেন যেন ভালো অভিনয় শিল্পী হতে পারি আপনারা এখন যেভাবে আমাকে ভালোবাসেন ভবিষ্যতে এভাবে ভালবাসবো এটাই চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।