ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গলাচিপায় গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Ranisankailnews24
জুন ১৫, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও গলাচিপা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘গ্রামীন উন্নয়নে পর্যটন’ শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আহসানুল হক তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্নবী, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হোসেন শিবলী ও গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ সকল সরকারি বেসরকারী কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গলাচিপা উপজেলাকে পর্যটনের অপার সম্ভাবনাময় একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রশাসন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের নিজ নিজ অভিমত ব্যক্ত করেন। এর আগে পর্যটন মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের দায়িত্বে নিয়জিত অতিরিক্ত সচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালায় যুক্ত হয়ে গ্রামীণ উন্নয়নে পর্যটন বিষয়ে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং উপজেলায় পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয় উপজেলা প্রশাসন ও জন প্রতিনিধিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। কর্মশালায় আমন্ত্রিত ব্যক্তিবর্গ তাদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, ১২৬৭.৮৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই উপজেলাটির অবস্থান। নদীবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ উপজেলাটিতে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। ডাকুয়া ইউনিয়নের তেতুলতলায় অবস্থিত জমিদার বাড়িটি সংরক্ষণ, উলানিয়া সড়কের পূর্ব পাশে ঐতিহাসিক প্রাচীন এক গম্বুজবিশিষ্ট গুরিন্দা মসজিদ (অষ্টাদশ শতক) মসজিদটি সংরক্ষণ, সূতাবাড়িয়া দয়াময়ী মন্দির (১২০৮), বাঁশবাড়িয়া তালুকদার বাড়ির মসজিদ (২০ শতক), কাচারিবাড়ি মন্দির, কল্যাণকলস কালীবাড়ি মন্দির, বদনাতলী খেয়াঘাট, চরকার্ফামার চর, সুন্দরবনের আদলে গড়ে ওঠা গোলখালী ও গলাচিপা ইউনিয়নের মাঝের চর, চর বাংলা, চন্দ্রদ্বীপ রাজ্যের রানী কমলার রাজধানী কালারাজা, রাবনাবাদ ও রাঙ্গাবালি চ্যানেল। রাস্তাঘাট সংস্কারের মাধ্যমে ভ্রমণ পিপাসুদের জন্য যাতায়াত ব্যবস্থা সহজ করা, বিভিন্ন পয়েন্টে পিকনিক স্পট গড়ে তোলা, শিশুদের চিত্ত বিনোদন ও সুপ্ত প্রতিভা বিকাশে জন্য একটি শিশু পার্ক স্থাপনের জোরালো দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।