ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা

মাদারগঞ্জে  ৩০ কেজি’র  চাউল ২৪ কেজি দেওয়া হচ্ছে ভিজিডি কার্ডধারীদের 

Ranisankailnews24
নভেম্বর ২১, ২০২৩ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোহাম্মদ আলী জিন্নাহ,নিজস্ব প্রতিনিধিঃজামালপুরের মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়ন পরিষদ থেকে  ৩০ কেজি’র  চাউল ২৪ কেজি  দিচ্ছে ভিজিডি কার্ডধারীদের।  সোমবার বেলা ১২ টায় উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়ন পরিষদ থেকে ৩০ কেজি’র ভিজিডি চাউল ২৪ কেজি দিতে দেখা যায়।  জানা গেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্ড ২০২৩-২৪ চক্র ( পঞ্জিকাবর্ষ অনুযায়ী) মাসিক বরাদ্দ ৩০ কেজি খাদ্যশস্য চাউল নিশ্চিত করা যাহা সুবিধাকার্ডে উল্লেখ্য আছে। মাদারগঞ্জ উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়ন পরিষদের আওতায় ৪৮০  জন হত দরিদ্র ভিজিডি সুবিধা পাচ্ছে।   সরেজমিনে গিয়ে দেখা যায় বেশ কয়েকজন ভিজিডি সুবিধাভোগী চাউল তুলে বাড়িতে নিয়ে যাওয়ার সময় ডিজিটাল মিটারে  কয়েকজনের চাউল ওজন দিয়ে দেখা যায় খোলা বস্তা ২৪ কেজি। ৩০ কেজি’র বস্তায় চাউল দেওয়ার কথা থাকলেও  সে জায়গায় বস্তা থেকে খুলে দিচ্ছে ২৪ কেজি প্রত্যেক জনেরই একই অবস্থা।  জুনাইল গ্রামের রহিমা,নয়পাড়ার মরিয়ম,পক্ষিমারী এলাকার জহুরা বেগম,মোসলেমাবাদ এলাকার নাজমা বেগম, লাভলী ও নাজমা জানান আমরা ভিজিডি চাউল পাওয়ার কথা ৩০ কেজি সেখানে পেলাম ২৪ কেজি।  চাউল কেন কম পেল তার জন্য কোন প্রতিবাদ করতে সাহস পান না সুবিধাভোগীরা। তাদের নায্য ওজন ৩০ কেজি বুঝিয়ে নেওয়ার বদলে ওজন দেওয়ার পর ২৪ কেজি হয়ছে শোনার সাথে সাথেই মন ভার করে চাউল নিয়ে চলে গেলেন সুবিধাভোগীরা।    এ ব্যাপারে গুনারীতলা ইউনিয়ন পরিষদের সচিব আশরাফুল ইসলাম সুমন জানান খাদ্য গুদাম থেকে আমরা ৫০ কেজির বস্তায় ৪৮/৪৯ কেজি নিয়ে আসি বিষয়টি ইউএনও স্যার এবং উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল স্যার জানে। গত মাসে ৪০ জন বাকি ছিল তাদের চাউল দিচ্ছি তবে ২ কেজি ঘাটতি এটা খাদ্য গুদাম থেকে।   এ ব্যাপারে ট্যাগ অফিসার ইঞ্জিনিয়ার নুর আলম এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান আমি গত এক মাস যাবৎ ট্রেডিং এ আছি বর্তমানে কোন দায়িত্বে নেই  ।  বালিজুড়ী   খাদ্য গুদাম এর ভারপ্রাাপ্ত কর্মকর্তা শামীমা নাসরিন জানান খাদ্য গুদাম থেকে আমরা ৩০ এবং ৫০ কেজি চাউল এর বস্তা দিয়ে থাকি। প্রতিটি ইউনিয়ন পরিষদের চাউল যাদের দায়িত্বে নিয়ে যাওয়া হয় তারা ৩০ এবং ৫০ কেজি মাপ সঠিক করে ওজন দিয়ে নিয়ে যায়।  আমরা কোন ভাবেই কাউকে বস্তায় চাউল কম দেই না । এ ব্যাপারে গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু জানান  পরিষদ থেকে ভিজিডি কার্ডধারীদের  ৩০ কেজি বস্তা চাউল দেওয়া হচ্ছে।  খোলা বস্তায় দিচ্ছে না বলে তিনি জানান।  ৩০ কেজির জায়গায় ২৪ কেজি দিচ্ছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন কাকে কম দিয়েছে দেখি আমি খোঁজ নিচ্ছি। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত জানান বিষয়টি আমি জানি না তবে আগামীকাল যদি ঐ পরিষদে ভিজিডি চাউল দেয় খোঁজ নেবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।