ঢাকাশনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রানীশংকৈলে ওসির প্রেস ব্রিফিং, নিখোঁজ মাদ্রাসা ছাত্র ঢাকা থেকে উদ্ধার

Ranisankailnews24
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

রানীশংকৈল( ঠাকুরগাঁও)থেকে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ পীর নাছিরিয়া ইসলামিক আলিম মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র মিলন (১৩) কে রাণীশংকৈল থানা পুলিশ গত বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি ২০২৪ইং ঢাকার তেজগাঁও থেকে উদ্ধার করেছে। এইসাথে পুলিশ দুই অপহরণকারিকেও গ্রেফতার করেছে।রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এনিয়ে শুক্রবার ১০ ফেব্রুয়ারি ২০২৪ইং বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকৃত ছাত্র মিলন নেকমরদ ইউনিয়নের ভবানীপুর গ্রামের দানেশ আলীর ছেলে। গ্রেফতারকৃত অপহরণকারিরা হলো ১. রিয়াজ হোসেন (২০) পিতা- মৃত আলাউদ্দিন, গ্রাম- পালেরবাড়ি -জেলা- লক্ষ্মীপুর। এবং ২. ফিরোজ হাসান (২১) পিতা- সামসুল হক, গ্রাম- ফুটকিবাড়ি, জেলা- ঠাকুরগাঁও। প্রেসব্রিফিংয়ে ওসি বলেন, গত ৭ ফ্রেব্রুয়ারি দানেশ আলী থানায় এসে তার ছেলে হারিয়ে গেছে মর্মে একটি জিডি করেন।জিডি নং-৩১৬। ওই জিডি মূলে থানা পুলিশ ভিকটিমকে উদ্ধারের জন্য তৎপর হয়। পরদিন ৮ ফেব্রুয়ারি বাদি দানেশ আলী আবার থানায় এসে জানান যে, অপহরণ কারি তার মোবাইল ফোন থেকে ফোনে ছেলের মুক্তিপণ হিসেবে তার কাছে ৫০,০০০ হাজার টাকা দাবি করে। এনিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৮ ফেব্রুয়ারি একটি মামলা রজু করা হয়। মামলা নং -১১। এর প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার উত্তম কুমার পাঠকের নির্দেশনায় ও রাণীশংকৈল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের তত্তাবধানে অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)মহসিন আলীর তৎপরতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে এস আই শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিমকে ঢাকায় পাঠানো হয়। ২৪ ঘন্টা অভিযান চালিয়ে ওই টিম অপহররণকারিদের গ্রেফতার ও ভিকটিম মিলনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মিলনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে মর্মে ওসি জানান।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।