ঢাকাবৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রানীশংকৈলে আবারও (মোটরসাইকেল) বাইক চোর রাজ্জাক গ্রেফতার

Ranisankailnews24
এপ্রিল ৪, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

গ্রেফতা

রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে (মোটরসাইকেল) বাইক চোর আব্দুর রাজ্জাক (৪৬) চুরি করতে গিয়ে আবারো জনতার হাতে আটক হয়েছে| পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার এবং গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ৩ এপ্রিল ২০২৪ রোজ বুধবার সন্ধ্যায় পৌরশহরের প্রগতি ক্লাবের পেছনে এক ইফতার পার্টিতে এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মতকর্তা ওসি সোহেল রানা জানান এ নিয়ে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, এদিন পৌর শহরের কুয়েতি মসজিদের পাশে আজিজুল হক তার বাড়িতে এক ইফতার পার্টির আয়োজন করেন। বাড়ির বাইরে তার নিজেরসহ অতিথিদের মোটরসাইকেল রাখা ছিল। এরমধ্যে চোর রাজ্জাক তার দুই সহকর্মীকে নিয়ে ওই স্থান থেকে আজিজুলের মোটরসাইকেলটি তার এক সহকর্মীকে দিয়ে সরিয়ে ফেলার সময় এক মহিলা তা দেখে ফেলেন। ওই মহিলা দ্রুত এসে আজিজুলকে খবর দিলে তিনি বাইরে দাঁড়ানো রাজ্জাক ও তার সহকর্মীকে মোটরসাইকেল সহ ধরে ফেলেন। চারদিক থেকে লোকজন ছুটে এসে চোর রাজ্জাককে ঘেরাও করে। উত্তেজিত জনতার হাত থেকে বাঁচার জন্য রাজ্জাক ও তার সহকর্মী আজিজুলের বাড়িতে ঢুকে যায়। এদিকে জনতা রাজ্জাকের বাইকটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়|
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এরমধ্যে এএসপি সার্কেল রেজাউল হক, ইউএনও রকিবুল হাসান,ওসি সোহেল রানাসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে আসেন। প্রায় দুঘণ্টাব্যাপী পুলিশ ও জনতার মধ্যে ইটপাটকেল ছোঁড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে জনতাকে সরিয়ে রাজ্জাক ও তার সহকর্মী রেজওয়ানকে উদ্ধার ও গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়|

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।