ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা

ঠাকুরগাঁও জেলায় শীতের আগমনের বার্তা

Ranisankailnews24
অক্টোবর ১৯, ২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিনিধি ঃ

বাংলাদেশের উওরাঅঞ্চল ঠাকুরগাঁও জেলার হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় সবার আগে শীতের আগমনের বার্তা দেয়া শুরু করেছে । ভোর হতে না হতে ঘাসের উপর মৃদু শিশির বিন্দু জমা হয় রোদের ঝলক পড়লে ঝলমল করে। মাঝে মাঝে বইছে হিম শীতল হাওয়া এতেই জানান দিচ্ছে শীতের আবির্ভাব। কৃষকেরা মাঠে যায় ফসল কাটতে কার্তিক মাস শুরু হলেও কিন্তু শীতের প্রকোপ টা একটু আগে থেকেই জানান দিচ্ছে।সন্ধ্যা হলেই পড়ছে কুয়াশা। থাকছে ভোর পর্যন্ত। ভোরের মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতা ও ধানের ডগায় শিশিরবিন্দু জানিয়ে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত। রাতভর পড়ছে টিপটিপ বৃষ্টির মতো কুয়াশা।শহরের পাশাপাশি গ্রামের পথঘাটেও শীতের আমেজ স্পষ্ট। সকালে হাঁটতে বের হওয়া মানুষদের অনেকেই গায়ে চাদর জড়িয়ে বের হচ্ছেন। রাস্তার পাশে গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু এবং মাঠের ফসলের গায়ে শীতের পরশ শীতের আগমনী বার্তা পৌঁছে দিচ্ছে। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতের আগমন বেশ আগে-ভাগেই শুরু হয়েছে। অনেকে ইতোমধ্যেই শীতের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাস্তাঘাটেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এসময় শীতকালীন সবজি, ফুলকপি,শিম, গাজর,টমেটো, পালংশাক, বিভিন্ন ধরনের সবজি বাজারে নিয়ে আসছে । তবে আগাম মৃদু শীতের আগমন হওয়ার ফলে শিশু ও বয়স্কদের শ্বাস কষ্ট জনিত রোগ যেমন সর্দি জ্বর নিউমোনিয়া,রোগে আক্রান্ত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।