ঢাকাশুক্রবার , ১৫ মার্চ ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আন্তর্জাতিক
  3. আহত
  4. এওয়ার্ড
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দিবস
  10. ধর্ম
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. মৃত্যু
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে তামাক ঘরে তুলতে ব্যস্ত চাষিরা

Ranisankailnews24
মার্চ ১৫, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

তপন দাস,নীলফামারী প্রতিনিধি: তামাক একটি মরণ শীল নেশা জাতীয় পর্ণ, যা মানব দেহের জন্য খুবেই ক্ষতিকর । যার কারনে দেশে দিনে দিনে বেড়েই চলেছে তামাক জনিত বিভিন্ন রোগ এর সংখ্যা । বাড়ছে ক্যান্সার সহ আরো নানান ধরনের রোগ ।

তামাক জনিত রোগ শুধু বয়স্কদের জন্য ক্ষতি বয়ে আনছে তা নয় তামাক জনিত রোগে আক্রান্ত শিশু সহ গর্ববতী মহিলা ও। তবুও মরণব্যধি এই তামাক চাষের প্রতি ঝুকে পড়েছে দেশের সর্ব উত্তরের জনপদ নীলফামারীর চাষিরা।

জেলার ৬ উপজেলার যেদিকে চোখ পড়ে সেদিকেই দেখা মিলে শুধুই তামাকের চাষ ( তামাক বাড়ি)। দেশি, বিলাতি, পান পাতা, গোধরা সহ নানান জাতের তামাক চাষ করছে এই অঞ্চলের প্রান্তিক চাষিরা।

সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নটখানা এলাকার তামাক চাষি বেল্লাল হোসেন প্রামানিক এর সাথে কথা হলে তিনি বলেন তামাক আমাদের একটি প্রিয় ফসল, এবছর আমি ৫ বিঘা জমিতে দেশি ও বিলাতি জাতের তামাকের চাষ করেছি এই ৫ বিঘা জমিতে তামাক চাষ করে আমি প্রতি বছরে দেড় লাখ থেকে ২ লাখ টাকা পাই, তামাক চাষে কোন ঝামেলা নেই, এবং স্বল্প ব্যয়ে অধিক মূল্য পাওয়ায় আমি তামাক চাষ করে থাকি।

এদিকে জেলার জলঢাকা উপজেলা শিমুল বাড়ির ইউনিয়নের বালারপুকুর এলাকার তামাক চাষি আলমগীর হোসেন বলেন তামাক চাষ করে আমি অনেক লাভবান হই তাই তামাক চাষ করে থাকি কারন তামাক চাষ বেশি খাটতে হয় না আর এবার আমি ৮ বিঘা জমিতে দেশি জাতের তামাক চাষ করেছি।

একই উপজেলার বেরুবন, খেড়কাটি, হরিশ্চন্দ্র পাঠ, টেংগনমারী, এবং চান্দেরহাট এলাকা ঘুরে দেখা যায় শুধু দিগন্ত জুড়ে তামাকের চাষ এছাড়াও উক্ত এলাকার গুলোর কৃষক দের সাথে কথা হলে তারা জানান তামাক চাষে তাদের বেশি লাভ হওয়ায় তারা তামাক চাষ করে থাকে বিশেষ করে বিড়ি এবং সিগারেট কোম্পানি গুলো আমাদের কে বিভিন্ন জাতের তামাকের বীজ ফ্রী দেয়ায় এবং তামাক চাষ করার যে সার এর প্রয়োজন তার ১ ভাগ সার সেই কোম্পানি গুলো দেয়ায় আমরা তামাক চাষ বেশি করে করে থাকি।

তামাক চাষে ক্ষতিকর দিক নিয়ে চর্ম, যৌন, এবং এলার্জি রোগ বিশেষজ্ঞ ডেনিশ বাংলাদেশ লেপ্রসী মিশন হাসপাতাল এর প্রাক্তন মেডিকেল অফিসার ডাক্তার পার্থ প্রতিম প্রামানিক বলেন তামাক একটি মরণব্যধী জিনিস যার কারণে আমাদের দেশ উদ্বেগ জনক হারে ফুসফুস ক্যান্সার,লিভার ক্যান্সার, সহ নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে ।
আর যেসব বাসায় তামাকের চাষ করে থাকে সেসব বাসার বাচ্চাদের তামাক জনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে বেশি এবং সেই বাসায় থাকা গর্ভবতী মহিলারা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে মা এবং নবজাতক শিশু।

এদিকে নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ এর সাথে কথা হলে তিনি বলেন এবছর জেলায় ৪৭৫ হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে । গতবছর কত হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে এবং লক্ষ মাত্রা কত ধরা হয়েছিল এই বিষয় টি জানতে চাইলে তিনি বলেন এবিষয়ে এখন কিছু বলতে পারছি না কারন এই তথ্য টি সঠক এখন মনে নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।